রাতের বিছানায় রেখেছে চোখ
উল্লাসে মেতে উঠেছে কামনার হৃদপরশ
তুমি ক্রমশ ক্রমান্বয়ে ভিজে যাচ্ছো
অনন্ত রাতের চাহিদার আবরণে
তোমার চোখের নীচে অসুখী জল
জানালায় মৌনতা মাখে আধখানা চাঁদ
তোমাকে ব্যবহার করে রঙিন মাছের মতো
রং বদলায় ছদ্মবেশী নেশা
তোমার ঠোঁটে অকপটে বেজে ওঠে
বৃষ্টিহীন আকাশের শুদ্ধতা।