প্রথমে তোমার চরণ স্পর্শ করি বলি—

তোমার একাকিত্বের আড়ালে
আমি তলিয়ে যেতে চাই
সমস্ত স্নেহময় বৃক্ষছায়ায়
শেষ নিশ্বাসটুকু জুড়ে
    
তোমার মাঝে বিলীন হতে চাই
      সমস্ত আকুতির জ্বলন্ত অগ্নিকুন্ডকে
শুষে নিতে চাই এক নিমেষে
        তুমি এক কাঙ্ক্ষিত উপপাদ্য
যার মধ্যে মিশে যেতে চাই
          নিশি রাতের কাব্য
তোমার উত্তাপে এক অমানিশার চাঁদ
       ছুঁতে চাই  অনিয়মের ভোর
সুখ সমুদ্র বক্ষে এক অনন্ত সাক্ষী
সঁপেছে কামনা রাশি রাশি
শুদ্ধ আকাঙ্ক্ষা পেয়েছি লাগাম ছাড়া উদ্যম
         তবু   নিভু নিভু আলোরা ক্লান্ত ভীষণ ।