তোমার মন ক্রমশ ছোট হয়ে যাচ্ছে
ছোট হয়ে যাচ্ছে তোমার  ভাবনা
তোমার সন্তান আর তোমার সংসার থাকে
তোমার  হৃদয়ের  মাঝে
অথচ সে সব ছেড়ে ছোটো মনের
মানুষের  ভেতর  পড়ে থাকো  
কেবল এক নেশাতে
সন্তান  ও সংসার টুকরো টুকরো হয়ে যাচ্ছে
তোমার অবহেলিত মানসিকতায়
তোমার মূল্যবোধহীন অমানবিক দিন ও রাত যাপনে
ছোট হয়ে যাচ্ছে তোমার স্বভাব

যেখানে আজও  বসে সন্তান ও সংসার
দূরে বহুদূরে শুধু তোমার অপেক্ষায়...