সবে মাত্র সূর্য পশ্চিমাকাশে
সমুদ্রের মাঝপথে সোনালী ধানের মতো
দৈর্ঘ্য ও প্রস্থে শুয়ে আছে
সেই সময় তুমি সৈকতে বসে
আমাকে ছায়াবৃক্ষের গল্প শোনাতে শোনাতে
কথা দিয়েছিলে
জীবনে জোয়ার ও ভাটার সন্ধ্যা ও রাত্রি যতই নামুক
কখনো কেউ কাউকে ছেড়ে যাবো না
এই নিরব নির্লিপ্ত প্রার্থনা
শুধুই তুমি করেছিলে
কিন্তু সময় কথা রাখেনি
তুমিও রাখোনি..