সকাল হলেই বাতাসের কোলাহল কানে আসে
আর তখনই তোমাকে খুঁজি
আর তখন তুমি অক্ষরে অক্ষরে সাজাও স্নেহের গান
তোমার কাছে এক রোদ্দুর ভালবাসার
স্বাদ পেতে আপ্রাণ চেষ্টা করি
অত:পর দৈনন্দিন বিরক্তমোড়া
মুখের ভাঁজে নতজানু হই
তবুও তোমার পাশে মৃত্যুকে রেখে
তোমার একাকিত্বের পথে
সকাল হলেই তোমাকে খুঁজি