আগুন বোধহয় নিভে গেছে
চাপা দীর্ঘ নিঃশ্বাসে
ক্লান্ত বাতাসে...

হতাশার অভিমানী ধোঁয়ার কুণ্ডলী
এঁকে বেঁকে গেছে শূন্যে
ধর্ম দেশের ইন্দ্র সদনে
বিচার পাওয়ার আশ্বাসে।

উল্কা পাতের সহমর্মিতায় দেখলাম
নীচে চিতা জ্বলছে অন্য কোনো আধমরা লাশে।

দেব - অসুরের ব্যস্ততা তখন ইন্দ্র সভায়
সুখ শয্যা পর্যালোচনায়।
তার ফাঁকে চাঁদ তারার উল্লাস অমাবস্যার দেশে।

এবার অন্ধকারের পালা
ঘর বাড়ি উঠানে আদালত অঙ্গনে
কানা মাছির ধরা ছোঁয়া খেলা।

যদি শুকতারা জাগে বিবেকের মহল্লায় মহল্লায় পৃথিবী আবার হাসবে আপন ইচ্ছায়।
            ---০0০---