খুব ইচ্ছে নিয়ে বাবার কাছে যাবে বলেছিল সে।তার জন্য যত্ন করে অপমান, উপেক্ষা ও ঘৃণা জমিয়ে রাখা সেই বাবা কখন যে তাকে বাড়ির বাইরে রেখে দরজা বন্ধ করে দেয়,তা সে বুঝতে পারেনি।
সে শুধু সহজ সরল মনে বলেছিল কথা। বাড়ির বাইরে অন্ধকারে একা, সময়ের অজুহাত না তারই বিফলতা অপমান, উপেক্ষা ও ঘৃণার হিসাব বোঝাতে বোঝাতে।
একটু পরেই তার পাশ দিয়ে হেঁটে বেরিয়ে গেল একজনের হাত ধরে তার বাবা। অবাক দৃষ্টিতে ছলছল চোখে শুধু বুকের মধ্যে একটা বিশ্বাস আঁকড়ে সে নিজের অভিধানে শ্রদ্ধা, স্নেহ ও ভালবাসার প্রতিশব্দ খুঁজতে লাগলো...