সকালের গল্পটা আজ ঠিক অন্যদিনের মতো নয়
আসলে অন্যদিনগুলোতে সকাল হলেই
ফোনের ওপাশ থেকে স্নেহ ভেসে আসতো
অগাধ আদর ও ভালোবাসা সকালের আলোতে উজ্জ্বল হয়ে উঠতো
কিন্তু আজ সব ছিল শুধু ফোনের ওপাশ থেকে
স্নেহের মধ্যে অগাধ কুয়াশা জমে ছিল
তাই আদর ও ভালোবাসা যেন
আজ সকালে কুয়াশায় ঢেকে যায়
তবুও কুয়াশা পেরিয়ে দুপুর ভেঙে
বিকেলের দুয়ারে দাঁড়িয়ে থাকি
রাতে একটু স্নেহের ভিক্ষায়....