যে স্নেহ
বাঁচার সময়
তার আশ্রয়ের কথা ভেবে
হৃদয়ে সেই আস্বাদ নিতে চায়
অন্য কোনও অভিনয় দেখে নয়
তার অতীত হারিয়ে যাওয়া
কিছু স্বপ্ন সত্য করা
অথচ তার কাছে পড়ে থাকা
এক ভণ্ডের নিষেধ
তাকে বারবার ফিরেয়ে নিয়ে যায়
নক্ষত্রের কুজ্ঝটিকায় শুয়ে বিদ্রুপও করে
কিন্তু স্নেহ গ্লানি নয়
গভীর হৃদয়ের ভালবাসা
সন্তানের সাধ জ্যোৎস্না রাতে
স্নেহের স্মৃতিতে হারিয়ে যায়...