তুমি দূরে গেলে
অপেক্ষায় থাকি
এ সজীব অনুভব
অপত্যস্নেহ টানে আমাকে
তুমি দূরে গেলে কারও চোখের পাতায়
স্বচ্ছ আলো জ্বলে
শুধু আমি আলোহীন অন্ধকারে
নিবত প্রদীপ প্রতিদিন।
তুমি দূরে গেলে দিন হয়ে যায়
আমার হৃদয় পাথরের মতো ভারী
স্নেহের জীবনতৃষ্ণায় অপেক্ষায় রেখে
কেন তুমি দূরে যাবে...?