একদিন তোমার জীবনের সাথে
একই বন্ধনে বেঁধেছিলে আমাকে
সেদিন সমুদ্রে স্নেহের প্লাবন এসেছিল
সারারাত বসে তুমি তা কোলাজ এঁকেছিলে।

সেদিন তুমি কি চেয়েছিলে তা জানি না
তবে ঐ  একটা রাতে
তারারা নেমে এসেছিল
তোমার স্নেহের বিছানায়।