দিনের আলো নিভে গেলে অন্ধকারের মাটিতে আমার মায়ের পায়ের চিহ্ন দেখতে পাই
কিন্তু অনুসরণ করতে গিয়ে
অপূর্ব সুন্দর সুখ খুঁজে পাই

চাঁদের আলোর মায়ের মুখের বিনিময় দেখি
তোমার মুখে অপূর্ব স্নেহের স্রোত
সেই আলোয় আমার চোখ আলোকিত হলেও
রাত বাড়লে সেই চোখ  অন্ধকার হয়ে যায়


এখনও মায়ের পদচিহ্নের পাশাপাশি
তোমারও পায়ের চিহ্ন খুঁজি
আর অপেক্ষা করি —
কখন তুমি মায়ের মতো স্নেহের চুম্বন দেবে!