নিশীথের প্রহরের ফাঁকে নিদ্রামগ্ন আমি
দেখলাম তোমার স্নেহ আমার শয্যার উপরে ঝুঁকে আছে
কমলালেবুর খসার মতো পাণ্ডুর
দুটো ঠোঁট সস্নেহে আধাখোলা
আমাকে কি যেন বলল—
একটিই শব্দ শুধু মনে আছে 'আনন্দ'
আর তোমার সারামুখ আমার ঠোঁটের কাছে মধু
আর তোমার সারা দেহ আমার চোখের কাছে চারণের জমি
উজ্জ্বল  নির্ভর তোমার শ্রীচরণে
হাতদুটো রেখে
তোমার স্নেহের উষ্ণীষ পেয়ে
শান্ত স্নিগ্ধ শান্তির ঘুমে  আমি...