শীতকালেতে স্নানটা যদি
"ভোটের" মতো হতো
আমার হয়ে রোজ রোজ কেউ
স্নানটা করে নিতো !
স্নান করতে গিয়ে শুনতাম,
"স্নান করোনা তুমি
তোমার হয়েই একটু আগে
স্নান করেছি আমি।"
রোজই ভাবি এমনি হবে
স্নান করতে গেলে,
কেউ বা বুঝি চোখ রাঙিয়ে
এবার আমায় বলে,
"শোনো শোনো, বলছি তোমায়
স্নান করো না মোটে
তোমার হয়েই আজকে আমি
স্নান করেছি বটে।"
ভাবছি বটে, হচ্ছে না তো
ভীষণ যাচ্ছি ক্ষেপে
নিজের স্নান নিজেই করছি
ঠকঠকিয়ে কেঁপে!
শীতকালে স্নান হয় না কেন
"ফলস" ভোটের মতো,
তা' হলে তো স্নান করার আর
ঝামেলা থাকে না তো।