অথচ যার সময় যায় দিন যায়,রাত যায়
কথার বাস্তবতা হারায়
লেখা হয় আমার নিন্দার কথা
শিশুর মতো ব্যবহৃত হতে হতে
রাতের ঘুম উড়ে যায়
তবুও পড়ে থাকো পুরুষ ঘাতকের কাছে
কথায় কথায় অজস্র ভাষার বৃষ্টি ছড়াও
ঠিক ও ভূলের জ্যামিতি না বুঝে
দাবানলে জ্বলতে থাকো
পুড়তে পুড়তে একদিন
ঠিক ফিরে আসবে বিশ্বাসের ভূগোলে যাত্রার
আমি আমৃত্যু প্রতীক্ষা করবো
আমি আমৃত্যু অপেক্ষা করবো, তা যেনো হয়
আমার শেষ অপেক্ষা...