খোঁজ নিয়ে দেখ যদি
আকাশের প্রান্তে
রোজ যা যা লেখা হয়
পার যদি বুঝতে
তবেই বলতে পারি
জীবনের মানেটাই
পাল্টে যাবে যে ঠিক
সন্দেহ কিছু নেই ।
ভোরবেলা উঠে দেখ
পূব দিকে তাকিয়ে
আকাশে যে আলো ফোটে
তমিশ্র পেরিয়ে !
আঁধারেই শেষ নয়
আলো আছে তারপরে
আকাশেই লেখা হয়
আলো দিয়ে রোজ ভোরে !
মধ্য আকাশে রোদ
তেজদীপ্ত হয় রোজ,
বার্তা কি লেখা হল
তার কোনো রাখ খোঁজ ?
মানসিক শক্তির
প্রচণ্ড তেজ যার
ভাল কোনো কর্মের
বিকল্প নেই তার !
বেলা শেষে আলো ঢলে
পশ্চিম আকাশে
কি কথা যে যায় বলে
বোঝ কিছু আভাসে ?
দিন শুরু, দিন শেষ
আবার অন্ধকার,
তবু কিছু থাকে রেশ
শেষ দেখা আলোটার !