হৃদয়ের উত্তাল তরঙ্গ হিমালয়ে আছড়ে ফেলব
ধ্বনিত ভাষার আঘাতে যন্ত্রণায় কাতর হবো
তুমি মিথ্যা নাটকের অভিনয় দেখে প্রাণ পাবে
তবুও শ্রদ্ধা শব্দটাকে মর্যাদার শ্রেষ্ঠ আসনে বসাবো।
আমি তোমার পরিচয় বুকে নিয়ে
তোমার স্মৃতিবৃক্ষ উচ্চারিত হবে বারবার
আমার স্বপ্ন, চেতনা, বোধ, বিবেক সব কিছু
তুমি এক মুহূর্তে ছুঁড়ে ফেলে দেবে আবার।
শেষ বিদায়ের আগে
আমি হাসতে হাসতে তোমার পায়ে বিসর্জন দিয়ে যাবো
তবুও তুমি আমার হৃদয়ে থাকবে অনন্তকাল।