একটি মেয়ে অন্ধকারে খুঁজছিল তার চোখ
হৃদয় জুড়ে স্বপ্ন ভাঙ্গার শোক
একটি মেয়ে বুকের ভিতর কড়াৎ কড়াৎ বাজ
মনময়ূরে উদাস কেশের সাজ
একটি মেয়ে মেঘের যানে একা
আকাশ জুড়ে গভীর রোদন লেখা
একটি মেয়ে গোলাম আলীর সুরে
নিকটটাকে নিচ্ছিল বেশ দূরে
একটি মেয়ে গোপন দেরাজ খুলে
খুঁজছিল যা হারিয়ে গেছে ভুলে
একটি মেয়ে করুন কালো টিপে
ঝরছিল জল স্মৃতির মোহন দ্বীপে
একটি মেয়ে সেই মেয়েটি খুঁজছিল তার বোধ
অন্ধকারের ফসিল হল রোদ।