পাথরের মতো রাত জমাট হয়েছে ঘন বেগে
বিশ্বাস  প্রান্ত ধরে টানে হৃদয়ের কোণে জেগে
যত প্রাণ আছে ভরে দাও মিথ্যের গভীর কিনারে
আকণ্ঠ চেয়েছো পেতে অবিশ্বাসের অন্ধকারে
দিন রাত প্রত্যাশায় থাকি ঘনঘোর হিমের ভেতর
সেই চোখ করুণায় জেগে ওঠে বিশ্বাসের অন্তর।