তোমার থেকে কয়েকশো মাইল দূরে থাকি
অথচ তোমার অসুস্থতার খবর জানাতে
এতো দেরি...
তোমার খবর পেয়ে ছুটে যাওয়ার ইচ্ছে থাকলেও
তুমিই শেষে বাধা দিলে
আমি সারাদিন এলোমেলো ভাবে ছুটেছি
শুধু তোমার সেবার আশায়
কিন্তু তুমি তোমার বিবেককে বিক্রি করেছো
অন্যের কাছে
যে তোমাকে ব্যবহার করছে দিনের পর দিন
তুমি অন্ধের মতো বিশ্বাস করে
আমাকে দূরে অনেক দূরে রেখে
তোমরা চোখে চোখে মিথ্যে নাটক খেলে যাও
তোমার অসুখ বাড়তে থাকে
আমি সারারাত জেগে
শুধু তোমার সেবা করার আশায়
আমার মন যায় শুধু শরীর যায় না...