তোমরা কত সহজে আপন করে কাছে ডাকো
ক্ষণিকের জন্য ভালো বলো
তুমি তোমার মতো করে আমাকে নিজের করে নাও
অথচ তোমার কাছে গেলে কখনো কখনো তাকাও তির্যকভাবে
কখনো বিরক্ত হয়ে ধমক দিয়ে বুঝিয়ে দাও
আমার অবস্থানের কথা
তোমার কাছে তোমার দেওয়া অধিকার নিয়ে
এগিয়ে গেলে
হঠাৎ কখনো কখনো ভাষার মাকড়সায় ছুঁড়ে দাও
তবুও আমি অবাক হয়ে চেয়ে থাকি
তোমার আনন্দের পথে...