শ্মশানে মুহূর্তে ভীড় পড়ে গেল
রাতের অন্ধকার ভেদ করে
পুলিশের গাড়িগুলো দাঁড়িয়ে সারি সারি

দূরে মা- বাবা কাঁদছে
শুধু তার মেয়ের মুখ দেখবে বলে
বেরিগেড দিয়ে প্রবেশ নিষেধ

কত ভি আই পি বিছিয়েছে
নতুন নতুন মাকড়সার জাল
যাদের কামনায় শতশত স্বপ্ন দেখা মেয়ে

দাউদাউ দাউদাউ করে জ্বলছে
শ্মশান চিতায় সেই মেয়েটি
চিৎকার করে বলছে 'আমায় বাঁচাও''

মদের ফোয়ারা ছুটছে
আনন্দে মত্ত পুলিশের লাল গাড়িগুলো
সকাল হতে না হতে সরকারের চাপান উতর

মেয়েটিকে স্বপ্ন দেখিয়েছিল যে বাবা- মা
তারা সেই মেয়েটির  মুখটুকুও দেখতে পেল না
সরকারি মোদতে মেয়েটির প্রাণ নিল কেড়ে

সমস্ত সিগনাল ছেড়ে
দ্রুত মুক্তির বার্তা
আমজনতা সঠিক বিচার চায়