বিশ্বাস করো
ওই টুকুই আমার সীমা
তোমারই দেওয়া তুমিই তো জানো
যতটুকু অধিকার দিয়েছো
সেই দান তোমারই উপমা

বর্ষার জল শরতের ফুল
আরো বেশ কিছু
সব সত্যি নয় কিছু আছে ভুল

এই সবটুকু  
কি পারিনা আর কি পারি
বিদ্যে বুদ্ধি
আর যতটুকো জীবন পড়ে
তোমার পায়ে উজাড় করি

জানি থাকবে না  কোনো দাগ
দুটো শব্দ পড়ে বুঝে যাবে
বাকিটা না পড়া থাক

তোমার বুকে লেগে আছে স্নেহের পরশ
রাতভর দাপাদাপি তোমার অপেক্ষায়
কখন ফিরবে স্নেহের দিবস
প্রমাণ করার কিচ্ছু নেই
প্রকৃত টান এভাবেই থেকে  যাবেই
শুধু  আদরের দাগ থেকে যাক।

চলে গিয়েও ফিরে দেখে নেওয়া
দেওয়া নেওয়া শেষ
তবু কিছু পাওয়া
এ কেমন চাওয়া!

ইচ্ছে করে তোমার কাছে  থেকে যেতে
রোজ রোজ শুধু বাধার ইঙ্গিত মেলে
তবুও ছুটে যাই স্নেহটুকু  পেতে

হায়রে  যন্ত্রণা!
তোমার কাছে  জায়গা হবে না জানি
ওই স্থান টুকুও কেউ নেবে মানি

শূন্য বলে কিছু  হয় না
জেনো
ভরাট হবে খালি সব
মেনো
তুমি  কাছে থেকো সব সময়
সুখ স্মৃতি থাক তার বিনিময়

আমি চলে গেলে যদি ভালো থাকো তুমি
স্বার্থক মৃত্যু  তাই ভাবি আমি।