অজস্র পথচলা কায়ামন বাক্যে
ছায়া জ্বলে উঠে অপার মহিমায়
পথের প্রান্তে প্রান্তে স্মরণীয়
জন্ম ও মৃত্যুর আনুমানিক সময়
প্রতিটি তারিখ গাছের পাতায় পাতায়
হাঁটুগেড়ে প্রণাম করি
স্মরণে আজও তুমি দীর্ঘ ভবিষ্যৎ
তোমরা ভক্তরা এখনও হেঁটে চলে
বিপন্ন ও অস্থির সময় ভেঙে...