দু'হাজার নয়। শোকাহত রাত।
আগুনে পোড়া। দু:স্বপ্নের ছায়া
ঘুমহীন চোখে দেখেছি।

শ্মশানে
জ্বলছে
পুড়ছে
অস্তিত্ব শূন্য
ধু ধু
পাড়া
মাতৃভূমির সবুজ স্বর্গ
নি:শ্বাসে নি:শ্বাসে
যন্ত্রণায় যন্ত্রণায়
মা'য়ের ছায়া আজও
অনুভব করি স্বর্ণালি ভোরে।