ওরে বাবা দেখ চেয়ে
ঐ বুঝি আসে ধেয়ে
ধুমধাম সমারোহে
শনি মহারাজ!
রাশি " মীনে" চলে এসে
গ্যাঁট হয়ে অবশেষে
শুরু করবেন তার
সাড়ে সাতি কাজ ।
আড়াইটি  বছর ধরে
"মীনে" থেকে তেড়ে ফুঁড়ে
তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে
একে তাকে বাঁশ !
এই তার কর্ম ?
এই নাকি ধর্ম ?
শোনা যায় তিনি নাকি
গ্রহরাজ, খাস !
এত গোঁসা কেন তার ?
ভাবি আমি বারবার
লক্ষ্য যোজন দূরে
সূর্যের চারদিকে
হন্যে হয়ে ঘুরে
নেই তবু ক্লান্তি
শুধুই অশান্তি
করে তার লাভ কী ?
সেটাই তো ভাবছি
কেন তার অকারণে
গোঁসা আর গোলমাল
করবার এই চাল ?
শান্ত থাকো না বাপু
কাউকে করোনা কাবু।
আর যদি কর তাই
রেগে যাবেন ব্রহ্মা-ই
তিনিই তোমার গুরু !
তারই দীক্ষায় শুরু
তোমার জীবন,
তবে কেন ধ্যাষ্টামো
কেন এই নস্টামো
কর বাছাধন ?