আমার তেমন সাহস নেই যে চিৎকার করে প্রতিবাদ করবো
আমার তেমন প্রিয়জন নেই যে কাছে এসে  স্নেহভরে কথা বলবে
তেমন কোনো আর্থিক সামর্থ্য নেই  যা দিয়ে  ভুলকে ঠিক কিংবা ঠিককে ভুল বলে
আমার দিকে ঘুরিয়ে দিতে পারবো

আমার তেমন  দূর আয়না নেই  যে সব কিছু  দেখতে পারি
নিজস্ব কোনও কমা,সেমিকোলন  বা পূর্ণচ্ছেদ নেই
যাতে ইচ্ছে মতো পরিবর্তন করতে পারি কথার অর্থ
নিজস্ব  কোনও কথা নেই যা দিয়ে ঠিকঠাক বলতে পারি কি বলতে চাই!
আমার কোনও সরল পথ নেই যে আমাকে ঠিক পথে নিয়ে যাবে
তেমন কোনও  ভালবাসার দাম নেই, যে প্রকাশ্যে আমাকে নিজের করে নেবে
আমার তেমন লবি নেই যেখানে ওপরে ওঠার সিঁড়িতে পৌঁছে দেবে
তেমন কোনও রক্তের সম্পর্ক নেই যে আমার জন্য অপেক্ষা করবে

শুধু রয়ে গেছে আধো আধো স্মৃতি
যেখানে একফালি চাঁদ  আড়ালে দেখে
আর এক আত্মিক ঈশ্বর
যিনি প্রতিদিন  
দেয় সাহস
দেয় যন্ত্রণা
দেয় দু:খ
এবং সার্বিক ভালবাসা।