আজ ৭ই জানুয়ারি।। ভার পড়ে আছে দূরে চোখের মণিতে
তোমারই অনুপস্থিতিতে । তাই, নৃশংস অন্ধকার কাঁদে : পরার্থপর সুরের অভাবে
কোথায় রয়েছ তুমি?
রাতের পর রাত কত বৈচিত্রের মধ্যে খুঁজি
একদিন যা ছিল কাঁচামাটি আর নুড়ির সন্ধানে, শোয়ানো ছিল দেহ,
আত্মার বিশেষ যন্ত্রণা ছিল তাতে, ছিল ঈশ্বরের প্রতি সমবেদনা, তার সর্বস্ব আজ
ভরে গেছে ফ্রেমের সারল্যে, ফুলের বন্ধনে ।
আজ স্মৃতির পাতায় কত প্রশ্ন উঁকি দেয়
পড়ে থাকা স্মৃতি চিহ্নকে প্রশ্ন করি
‘অতিকায় নক্ষত্র থেকে তুমি কীভাবে
নিজেকে সরিয়ে নিলে ?
বাড়ির প্রতিটি অলিতে গলিতে,আনাচে-কানাচে তোমার ভালোবাসার দাগ,আদরমাখা হাতেরস্পর্শ আর তোমার সেবাময়ীর আচঁল আরও কত কি
যেগুলি আজও পাখির ঠোঁটের মতো বয়ে বয়ে বেড়াচ্ছি
প্রতিটি ঘরময় তোমার ছায়া দেখি এমনই দিনে
অহেতুক আঁধারে ভরে আছে
আজও আমি প্রতিটি রাত্রিতে...
আলো জ্বেলে দেখি বসন্ত হয়ে বেঁচে আছো
আমার হৃদয়ে...