প্রশ্নময় সূত্র রেখে গেছ কোথায় যে তুমি
রাখে কেউ বুকে ধরে এই সব সুউজ্জ্বল কথা
মনে রাখে প্রতিদিন, চলে রোজ উদ্দেশ্যে আকূল
গড়ে তুলে কঠিন হৃদয়ে নিরন্তর মনের বহতা।
মা বাবার তৃতীয় গরীব সন্তান ছিলে তুমি
তাদের স্বপ্নের রাজ্যে ছিলে তুমি অন্ধকারে আলো
সে সব তুমিও জানো; ভালো করে গভীর বিচারে
প্রজ্ঞার দৃষ্টিতে তাই অন্তহীন দীপ্ত শিখা জ্বালো।
মোম পোড়ে দগ্ধ হয় তবু দেয় তার বিচ্ছুরণ
তুমিও দিয়েছ তাই নিত্যত্যাগে সেবিকার সুরে
দেখেছি মায়ের মুখ,শুনেছি মায়ের স্বরুপ
তোমার সেবায় মুগ্ধ আজ বৃহত্তম মানুষ জুড়ে।
এনেছিলে সাফল্যের সূর্য দিন দৃপ্ত প্রতিরোধে
তোমার চরণে আজ রেখে যাই শ্রদ্ধাঞ্জলি আমার বোধে।