আমি অনেকটা পথ এসেছি
তোমার পেছনে পেছনে
বুঝিনি যে চৌরাস্তার প্রবাহে
আমার সরলতাকে স্নেহর অধিকার দিয়ে
সন্ধ্যার মুহুর্তে বসিয়ে রেখে
তুমি এইভাবে চলে যাবে!

আমার দু:খ জানতে চাওনি তুমি
তোমার কঠিন সময়ের কাছে
আমাকে পাশে পাবে যেনো নিশ্চিত

যদিও অতীত স্মৃতির ছায়াগুলো
আমি ঢেকে ফেলতে পারিনি
তোমার মুখপথের বিশ্বাসটুকু

আমার সরলতায় স্থায়ী ঠিকানা করি...