নতুন আলোর ভোরে
আনন্দ মুখর স্রোতে তুমি ভেসে ছিলে
হঠাৎ একফালি দুপুর  যখন বেঁকে রাতের দিকে ঝুঁকি মারে
তখনও তুমি মিথ্যে নাটক শেখো
আমি তখন তারাদের সাথে সময় মেলাই
অসম্ভব রকম স্মৃতি আমাকে মনে করে দেয়
স্নেহ ঘিরে চোখে নতুন স্বপ্নের  কথা
তুমি কত ছোট ছোট আদুরে শব্দ বলে
নিজের বুকে টেনে নিয়েছিলে
আজ সহসা তোমার কাছে বড্ড সময়ের অভাব
তুমি নিজেকে ভুলে দুপুর থেকে রাত
ছুটে চলেছো অভিনয়ের কৌশল দেখতে

আমি সারাদিন অবসন্ন শরীরে
অঙ্ক কষি
তোমার সারাদিনের ব্যস্ততা ঘিরে।