স্বপ্ন ছেঁড়া ভোরের পাখি
বলল আমায় ডেকে
ষষ্ঠীপদ বাবুর জন্মদিনে
যাবি তোরা কে কে?
ভোরের সকাল বলল হেসে
ওগো খোকা-খুকু
আমিও যাবো তোমাদের সাথে
দাঁড়াও এতটুকু
ঘুম কাড়ানো চোখের পাতায়
সূর্য বলে হেসে
আমিও যেতে চাই যে খুকু
খুব যে ভালোবেসে
কিন্তু মামা, আগেতো তুমি
ফুলমালা আনো কিনে
তা না হলে কি পরাবে,কবির গলায়
কবির জন্মদিনে।