তুমি রোজ শান্তি এতো দিলে!
এতটা আমার কি পাওনা ছিল? বলো না?
তোমাকে বিশ্বাস করে —
তোমার দুটো হাত ধরে ছিলাম
কিন্তু তুমি হঠাৎ এভাবে
ট্রেন লাইনে বসিয়ে চলে যাবে
তা ভাবতে পারি নি
আমার সমস্ত শক্তির অঙ্গগুলো ভেঙে দিলে
চুড়ান্ত আহত আমি
তবু সারাদিন সারারাত
তোমাকেই ভাবি।
তুমি যে আমার অতীত জেনে
কিছুটা সময় হাতে হাত রেখে
একই পথে হাঁটছিলে
শুধু সেইটুকু কথা ভেবে আমি
তোমার কাছেই ঋণী থাকবো
আমৃত্যু অবধি..