দিয়েছিলে দু'হাতে বুকে টেনে স্নেহের উষ্ণীষ
নিজের অজানা এলোমেলো মনে
সে-ই সব স্মৃতিতে জেগে থাকা
সময় অতিক্রান্ত হলে তা বুঝতে পারি
এক অলৌকিক  দৃশ্য শরীরের রহস্য
রাতের অন্ধকার ভেদকরে চাঁদের আলোর ভেতর
যখন স্বপ্নগুলো দুলতে থাকে নিজস্ব ছায়ায়
মধ্য পর্বে ফুটে ওঠে পিতৃত্বের আলো
মহাবিশ্বে তাকিয়ে দেখি
সন্তানের তৃতীয় শক্তি।