সন্তান বলে নিজের বুকে নিয়েছে টেনে
সময় পেরিয়ে, একটা আশ্চর্য বিকেল
সমুদ্র পেরিয়ে দিগন্তের দিকে
হেঁটে যায় সীমানা থেকে , হাঁটি হাঁটি পা স্বপ্নগুলো
পিতৃত্বের খোলা বাতাসে
কথা হয়,সাক্ষী রেখে
সমুদ্র,চাঁদ রাত ও রাতের বিছানা
পিতার আঙুল সারা শরীরে জড়িয়ে রাখে
আশ্রয় দেয় নিজস্ব ছায়ায়
বাবা তখন বনস্পতি ও মায়া ঘেরা পুকুর
বাবার স্পর্শ প্রতিটি ঋতুতে
গ্রীষ্মের তাপে পাখার ঘরে
শান্ত করায় সহনশীল স্নেহ
শীতেবেলায় বাবার হাতে আদর মাখা মনোবল
আর বাবার স্মৃতির নকশা
আমার শ্রদ্ধা প্রগাঢ় হয়ে ওঠে
পায়ে রাখি আমার ভবিষ্যৎ
আর হাত পেতে ভিক্ষা চাই
একচিমটে স্নেহ ও আদর
আমি দু'হাত দিয়ে পায়ে আঁকি
বিনম্র আলপনা
বাবার নেশা বাড়তে থাকে
হৃদয় চকচক করে
সন্তান স্নেহের পবিত্রতা ।