সারাদিন সোজা পথে চলতে চলতে
সন্ধ্যায় পথটা অন্য কারোর হয়ে গেল
সেই পথে তুমি তার অভিনয় দেখে
মনে করলে সুন্দরের নিপুণ নির্মাণ
কেবল দুচোখ ভরে তাকে দেখো
আর তার শরীরে দ্যুতিময় ছবি দেখ
ভালো করে চোখ মেলে দেখ তার রূপ
ভুলে যাও মুহুর্তে আমাকে দেওয়া কথাগুলি
যা কিছু আসে মনে সব ভুল আমি হয়ে যাই
আমি শুধু বিস্ময়ের সাথে সেই সন্ধ্যার দিকে
চেয়ে থাকি শুধু উৎসাহের অপেক্ষায়...