সমুদ্র সৈকত ধরে হাঁটতে দেখি
কত কত চেনা ও অচেনা মানুষেরাও হাঁটছে
কোনো দিন তাদের সাথে কথা হয়নি
শুধু তোমার স্নেহের জন্য নিজেকে সামলেছি
তোমার হাতের স্পর্শ মাথায় নিয়ে কত কত কিলোমিটার হেঁটে চলেছি
তবুও তুমি আমায় নিয়ে ভয়ের ইঙ্গিত করো
শুধুমাত্র তোমার কাছে গেলে৷ বুঝতে পারি
আমরা কত কত দূরে অবস্থান করি।