পাশাপাশি দুটি ঘর
সম্পর্কের মাঝে উঁচু দেয়াল,
নীল ঘরে ছাইচাপা আগুন
প্রতি রাতে উষ্ণতা ছড়ায় ,
সাদা ঘরে বরফ শীতল শৈত্য প্রবাহ
তাপমাত্রা গলনাঙ্কের নীচে,
যন্ত্রণার সাক্ষী উঁচু দেয়াল
দীর্ঘ সময় যাবৎ বিছানা ভাগাভাগি,
সকাল হলেই মেকি সম্পর্কের শুরু
দৈনন্দিন যাপনের ইতিবৃত্ত,
মনের ঘরে দুটি মন পুড়ে ছারখার
সম্পর্কের দেওয়াল পড়ে যায়...