সম্পর্কের গল্প। পিতা ও পুত্রের গল্প। অনেক অনেক দূরে একটা সম্পর্কের বাড়ি— পিতার একমুখী একাকিত্বের গল্প।নিবিড় গল্পের ভেতর স্মৃতি কথা ঝরে পড়ে।তবুও বার্থতার শিকার হই সেই গল্পে। একটু একটু করে সম্পর্কের  ভেতর স্নেহ উড়ে যায়। ভালবাসা নিথর। সামনে - পেছনে,ওপরে - নীচে বুকে পাথর, চোখে কুয়াশা। তোমার ঠোঁটে ভাষা বলে দেয় সম্পর্কের ভেতর কতখানি  স্নেহ পুড়ে যায়।