আমার অতীতেও কান্না,বর্তমানেও কান্না
কর ছুটেছি দু'দুটো ভাতের জন্য
কত অবহেলা, কত উপেক্ষা, কত যন্ত্রণা পেয়ে
পথে পথে হেঁটেছি জীবনভর
এখন সেই অতীত ভুলে নতুন করে বর্তমানকে দেখি
সেই বর্তমানেও সামনে কান্না পায়
আমার অতীতের গায়ে যা লেখা ছিল
বর্তমানেও তাই লেখা
শুধু পরাজয় বৃন্তান্ত
নিয়ে এগিয়ে চলি
একটু শান্তির আশ্রয়ে...