দুহাত বাড়িয়ে আছি এসো হে সময়
পূর্বকাল: মধু স্মৃতি যাপিত জীবনে
সন্ধিযুগ সমাছন্ন উদাত্ত আকাশ।
বেদনার মলিনতা দাও ছিঁড়ে দাও।
চারিদিকে নিষ্ঠুরতা সন্দেহের বিষ
ভেজাকাঠে সারি সারি উইপোকা হাঁটে
এত তঞ্চকতা কেন, সাদাজামা গায়ে
চলে যাচ্ছো বারবার দ্রাঘিমার দিকে!
এত ডাকি তবু কেন হলো না যে ফেরা
যাবার সময় মেপে যারা চলে যায়
ফেরার সময় মাপা থাকে কি কখনো?
নিরন্তর বয়ে চলে সময়ের স্রোতে!
অনাদি অনন্তকাল পরম্পরা নদী
সময় প্রবাহে ভাসে উত্তরসূরিরা।