হাওয়া ঘুরছে ভীষণ বেগে
ঘুরছে ভীষণ হাওয়া —
ভোট আজ পাড়ার পাড়ায়
মিলছে চাওয়া পাওয়া।
হাওয়া ঘুরছে ভীষণ বেগে
হও প্রস্তুত সবাই
জনগণের সব কেরামতি
ভোটবক্সে দাওয়াই।
সময় আসছে - আসছে সময়
ফেঁসে যাচ্ছে ছিঁড়ে - ফুঁড়ে
ভয় লেগেছে বুকে
পরোয়া নেই আর মরা বাঁচার
দাঁড়াও এবার রুখে।।