যে অভিনয় দেখতে তুমি অভ্যস্ত
যা দেখেই তুমি দুর্বল হয়ে পড়ো
দিনের পরে রাত,রাতের পরে দিন
সে কেবলই নাটক নিয়ে সারাক্ষণ
এ শুধু তোমারই দান
কেউটে ছোবল মারে আর অজগর
গ্রাস করে নেয়
দুটো দুই রকম ;শুধু
পরিণতি এক
বৃথাই তুমি মরতে যাও
সময় এলে বুঝবে যখন
মৃত্যুতে সে ঠেলে দিয়েছে তখন
তার চেয়ে তুমি তোমার চলো
নিজের মধ্যে নিজেকে সমতার মূর্তি ভেবো
বাকিটা কালের অধিষ্ঠান।।