মন দিয়ে ছবি এঁকে
রাণু বলে বলে মামাকে,
" কি এঁকেছি,ঠিক করে
বল দেখি আমাকে ?"
দেখে শুনে ছোট মামা
বলে," মনে হচ্ছে
আকাশেতে একঝাঁক
পাখি উড়ে যাচ্ছে ।
নীল আকাশের বুকে
মাঝে মাঝে মেঘ ভাসে
ডানা মেলে পাখিগুলো
উড়ে চলে উল্লাসে ।"
" পাখি কই ?ওগুলো তো
সাদা জল পদ্ম,
জলাশয়ে আজ ভোরে
ফুটেছে তো সদ্য ।
আকাশ ভেবেছ যেটা
মোটেই আকাশ নয়
ভালো করে চেয়ে দেখ
ওটা এক জলাশয় ।
মেঘ কোথা পেলে তুমি ?
মেঘ ভাবে ওটা কেউ ?
ঠিক করে দেখ ওটা
জলাশয়ে ওঠা ঢেউ ।"
মুখ ভার করে রাণু
আঁকে ফের চিত্র,
তাই দেখে ছোটমামার
ছানাবড়া নেত্র !
" অপূর্ব এঁকেছিস
এটা তুই কিন্তু,
ডাইনোসর ? নাকি এটা
আর কোনো জন্তু ?
অথবা জিরাফ এটা ?
দেখে ঠিক মনে হয়
লম্বাটে জন্তুটা,
নেই তাতে সংশয়।"
" কাঁচকলা বোঝো তুমি,
না ভেবে যে সাত পাঁচ
বলে দিলে জন্তু,
এঁকেছি তো তালগাছ ।
মোটেই সমঝদার
নও তুমি ড্রয়িংয়ের
সেদিন এঁকেছি পাখি
বলেছিলে ফড়িংয়ের ।
ছবি এঁকে তোমাকে
দেখানোই ঝকমারি
একটাও বোঝ না
মানে কর রকমারি ।
তারচেয়ে ছোট্ দাদু
চোখে দেখে কম বটে,
আঁকি যেটা মেনে নেয়
ঝঞ্ঝাট নেই মোটে ।"
এই বলে রেগেমেগে
নিয়ে খাতা পত্তর
ছোট্ দাদুর ঘরে রাণু
চলে যায় সত্তর ।