তোমাকে  বোঝানোর  জন্য আমি নই
এমনকি তোমাকে বোঝাতে পারে
যার সাজানো নাটকে বন্দী তুমি
সেই তোমার  অসুস্থের কারণ  
তুমি প্রতিমুহূর্তে অপমান ও অবহেলায়
ছুঁড়ে দাও  ঘৃণার কফ

সব কিছু মিথ্যা জেনেও
এখনো সাজানো নাটকে বন্দী তুমি