অনেকগুলো আঁকা বাঁকা রেখা
সোজা মিলে গেছে
সাদার নীচে...
সোজা রেখায় তুর্কি নাচনে
কালবৈশাখী
সূর্য রাঙা রোদ,রাতের জোনাকী।
টান টান দমে ঐতিহ্য আকড়ে
তখনো সোজা রেখা সোজা
সয়েছে নিয়তির নীরব সাজা...
বাঁকা রেখার ঘুর প্যাঁচে
কাগজ কালি গোলক ধাঁ-ধাঁ" য়
ঘুরছে ঘোর তর্জায়।
হঠাৎ ভূকম্পন...
ধ্বসে গেছে হৃদয়
মরু ঝড় শরীর-মাথায়।
সব মাটির নিচে মূল মাটি
ছুঁয়ে গেছে জলাশয়
রোদ ছায়ার মানচিত্র এবার অসহায়।