সহজ মনের ভেতর জটিল মন
এভাবে আগে দেখিনি
যে মনে শুধু আমাকে ভেবেছিল
নিজের সমস্ত বিশ্বাস ঢেলে দিয়েছিলে
নিজের সমস্ত স্মৃতি তুলে দিয়েছিলে
আমি সেই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলাম
আমার হৃদয়ে শ্রেষ্ঠ আসন দিয়েছিলাম
কিন্তু আমি বুঝতে পারি নি
সে সব তোমার অন্যের কাছে শেখা নাটক ছিল
যে অভিনয়ে তুমি আজও মুগ্ধ
যেভাবেই তোমাকে চিনেছিলাম
তা আজ মনে হয়
সহজ মনের ভেতর জটিল মন
আজ বিরাজ করছে