কখনো কখনো নিজের অজান্তেই ছায়া ছোটো হয়ে আসে !
প্রসারিত হতে হতে কখনো কখনো ছুঁতে চায় যুবার ছায়া !
সমন জারি করে নিষেধের বেড়া । নির্মাণ ডিঙিয়ে মেঠো পথে চলতে থাকে আপাত গ্ল্যামারের কায়া ।
অজান্তেই শমন এসে বাজপাখির মতো ঠোঁটে তুলে নিয়ে যায় তাকে পরপারে !
পড়ে থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার আমি ও কায়া !