রঙ দিয়ে রাঙানো
কালো যতো ছবি রে,
সব কালো যায়না
যতো ঢাকো আবিরে।
মন কালো হলে পরে
রঙ দেবে কি করে?
রঙ দিয়ে রাঙানো
যায়নাকো ভিতরে।
সাদা রঙ মেখে যতোই
হওনাকো ফর্সা,
আসলে তা মুছে যায়
আসে যখন বর্ষা।
রঙ মেখে বিড়াল যদি
হতে পারতো ব্যাঘ্র,
ছুটাছুটি লেগে যেতো
রঙ হাতে শীঘ্র।
কালো কাক রঙ মেখে
যদি ময়ূর হতে পারতো,
দুনিয়ার কালো লোক
রঙ কি রে ছাড়তো?
তাই বলি রঙ নিয়ে
মাতো যতো খেলাতে,
ধরা পড়ে যাবে ঠিক
গোধূলি বেলাতে।