একগাছি সাহিত্য হাতে রোদ হেঁটে চলে

কেউ কোথাও পথে নেই দেখে 

সাহিত্যগুলে খুলে ধরে দুপুর রোদে 

ভাঙা ভাঙা আলোতে অক্ষর ঘ্রাণ 

সহসা নিজের তীব্র চোখে  পড়ে 

যেখানে আগুন চেটে খাচ্ছে সাহিত্য অক্ষর

দু'একটা পাতা পড়ে 

হয়তো কপালের লিখন

সূর্যের এই অপার দৃশ্য দেখি, বিস্মিত হই

মুহূর্তে বাঁচাতে মরিয়া রোদ


উজ্জ্বল চোখে সাহিত্যের প্রতি পৃষ্ঠায় 

অক্ষর চিনি আবারও মুছে যায়

পরম্পরায় এই বোধ কাজ করে

সমগ্র রোদে...